২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন
প্রথম অধ্যায় : রসায়নের ধারণা- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘প্রথম অধ্যায় : রসায়নের ধারণা’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৯। প্রাণীদেহে গৃহীত প্রোটিন জাতীয় খাবার ভেঙে কী পরিণত হয়?
ক) গ্লুকোজ
খ) অ্যামাইনো এসিড
গ) চর্বি
ঘ) পানি
২০। রসায়নের যে শাখাটি পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত?
ক) জৈব রসায়ন
খ) অজৈব রসায়ন
গ) বিশ্লেষণীয় রসায়ন
ঘ) ভৌত রসায়ন
২১। কোন বিষয়টির জ্ঞান ছাড়া রসায়নে তত্ত্ব প্রদান করা অসম্ভব?
ক) গণিত
খ) পদার্থ বিজ্ঞান
গ) কোয়ান্টাম ম্যাকানিকস
ঘ) জীববিদ্যা
২২। কীটনাশক সৃষ্টি কী সৃষ্টি করতে পারে না?
ক) বায়ু দূষণ
খ) পানি দূষণ
গ) শব্দ দূষণ
ঘ) খাদ্যে বিষক্রিয়া
২৩। ক্যালসিয়াম অক্সাইড ও পানির বিক্রিয়ায়-
ক) তাপ উৎপন্ন হয় খ) তাপ শোষণ হয়
গ) এসিড উৎপন্ন হয় ঘ) লবণ উৎপন্ন হয়
২৪। পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থসমূহ-
i) লেড, মার্কারি
ii) উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য বিপজ্জনক
iii) পুনরুদ্ধার করে ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৫। ফলের মধ্যে থাকে কোনটি?
ক) অজৈব এসিড
খ) জৈব এসিড
গ) খনিজ এসিড
ঘ) অজৈব জৈব
২৬। জৈব পার-অক্সাইডের ধর্ম কোনটি?
ক) অস্থিত খ) সুস্থিত
গ) ক্ষরকারক ঘ) দাহ্য
২৭। নিচের কোনটি অজৈব যৌগ?
ক) সেলুলোজ
খ) কেরোসিন
গ) ইউরিয়া
ঘ) অ্যামোনিয়াম সায়ানাইড
২৮। পরিবেশ রক্ষার্থে কোথা থেকে তামা পুনরুদ্ধার করা জরুরি?
ক) খনি খ) নষ্ট ইলেকট্রনিক্স যন্ত্র
গ) মাটি ঘ) জীবাশ্ম
উত্তর: ১৯। খ, ২০। ঘ, ২১। ক, ২২। গ, ২৩। ক, ২৪। ঘ, ২৫। খ, ২৬। ক, ২৭। ঘ, ২৮। খ।